শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকের উপজেলার সমষপুর এলাকার ওই দুর্ঘটনায় আহত হন আরো তিনজন।
নিহত জামাল হাওলাদার (৫৫) পিরোজপুরের কালীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি পরিবর্তনের জন্য মালামাল নিয়ে ঢাকা থেকে একটি পিকআপভ্যান পিরোজপুর এবং মাওয়া থেকে সবজিবোঝাই আরেকটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পরে সমষপুর এলাকায় ওই পিকআপ দুটির মুখোমুখি সংঘর্ষ হলে পিরোজপুরগামী পিকআপটি রাস্তার পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল, আহত হন আরো তিনজন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিহত জামালের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপগুলো পুলিশ হেফাজতে রয়েছে।