রোটারি ক্লাব অব ফেনী অপূর্বর যাত্রা শুরু
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব। এক নারীকে সেলাই মেশিন ও দুজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ দেওয়ার মধ্য দিয়ে সমাজসেবা কর্মকাণ্ড শুরু করেছে সংগঠনটি।
আজ শুক্রবার ফেনীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন রোটারি ক্লাব অব ফেনী অপূর্বর কর্মকর্তা ও পরিচালকরা।
সমাজসেবা করার প্রত্যয় নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি আবদুল আউয়াল সবুজ। ক্লাবের সদস্যদের নিজস্ব অনুদানে ওই নারীকে সেলাই মেশিন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের খরচ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
পুরোনো চারজন রোটারি সদস্যসহ ২৩ জন নিয়ে ক্লাবের পথচলা শুরু হয়েছে। আবদুল আউয়াল সবুজকে চার্টার সভাপতি ও মহিবউল্লাহ পৃথিবীকে চার্টার সেক্রেটারি করে ক্লাব পরিচালনা শুরু করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ক্লাবটির পৃষ্ঠপোষকতা করছে রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ।