সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : শিল্পমন্ত্রী
বর্তমান সংবিধান পরিবর্তন করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর ব্যানারে আয়োজিত হরতাল ও অবরোধবিরোধী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
হত্যা আর নাশকতার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট দেশকে অস্থিতিশীল করতে চাইছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড কেবল রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে নয়, এটা দেশের জনগণের বিরুদ্ধে। আজকে দেশে সংবিধান পরিবর্তনের এক গভীর ষড়যন্ত্র চলছে।’
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ অবিলম্বে ২০-দলীয় জোটকে হরতাল ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
নইলে এ দেশের জনগণই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে বলে হুঁশিয়ার করেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত অন্য এক মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পেট্রলবোমা হামলাকারীদের দমনের পাশাপাশি প্রতিটি হত্যার বিচার করবে সরকার।
এ ছাড়া হরতাল-অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।