ময়মনসিংহে রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধন
ময়মনসিংহে উদ্বোধন করা হলো জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের। এ সময় কার্যালয়ে ‘অতিথি’ নামে একটি রেস্তোরাঁও উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের গাঙ্গিনার পাড় রোডে এর উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজগর হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাধ সংবাদের প্রধান সম্পাদক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. ইদ্রিস খান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেম বাবুল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, সাপ্তাহিক নিরপেক্ষ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহজালাল হৃদয়, জাতীয় পার্টির নেতা ওয়াহিদুজ্জামান আরজু, ব্যবসায়ী গোলাম মোস্তফা ফরহাদ, দৈনিক আলোকিত ময়মনসিংহের ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ ভৌমিক, রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল আলম রফিকসহ সাংবাদিক-সামাজিক-রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শুধু ব্যবসা বা মুনাফা নয়, সাংবাদিকদের ব্যবস্থাপনায় পরিচালিত হোটেলের খাবারের মান হতে হবে স্বাস্থ্য ও রুচিসম্মত। তা হলেই কেবল রেস্তোরাঁটি ব্যবসাসফল হবে।