গজারিয়ায় খাবার হোটেলে হামলা চালিয়ে চার লাখ টাকা লুট
মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি নাইট-মুন হোটেল ভাঙচুর করে প্রায় চার লাখ টাকা লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় দুজন ক্রেতাসহ পাঁচজন আহত হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নাইট-মুন হোটেলের স্টাফ মহিউদ্দিন জানান, হোটেলে দুপুরের খাবারের সময় চার-পাঁচটি সিএনজিচালিত অটোরিকশায় করে বালুয়াকান্দির ২০-২৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে আসবারপত্রসহ কেশবাক্স ভাঙচুর করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’