টঙ্গিবাড়ীতে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ২০১৫ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট।
আজ শনিবার দুপুর ১টায় উপজেলার দিঘীরপাড় জিএস ইনস্টিটিউশন বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস। তিনি ৫২ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে বৃত্তির দুই হাজার টাকা তুলে দেন।
এ সময় আলহাজ মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের অনেক দূর যেতে হবে। এ জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ভালো পড়াশোনা ও ভালো ফলাফলের কোনো বিকল্প নেই। তোমাদের তার জন্য তৈরি হতে হবে।’ এ সময় তিনি আরো জানান, ভবিষ্যতে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো বিস্তৃত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-সাংহাই সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইমাম, ইউনুস গ্রুপের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন ব্যানার্জি, টঙ্গিবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি জগলু হাওলাদার ভুতু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, বৃত্তি পেয়ে তাদের ভালো লাগছে। এ ধরনের সহযোগিতা তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে। তারা আশা করে, ট্রাস্ট কর্তৃপক্ষ আগামী দিনে আরো অনেক শিক্ষার্থীকে এভাবে সহযোগিতা করবে।