ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ চত্বরে আজ শনিবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ উপলক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু নাছের স্বাগত বক্তব্য দেন। মেলায় ২২টি স্টল খোলা হয়েছে।