ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার চিনাইর এলাকায় আজ সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের আরো তিনজন আহত হয়।
নিহত অটোরিকশাচালক কামাল মিয়া (৩০) সদর উপজেলার সুলতানপুর এলাকার আবদুর রশীদের ছেলে। তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ছাড়া এ দুর্ঘটনায় আহত উপজেলার গাটিয়ারা গ্রামের আয়েশা বেগম (৪৫), তাঁর ছেলেবউ শিউলি আক্তার (৩০) ও নাতনি আশামণিকে (৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে জানান, সকালে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে অটোরিকশাটি চিনাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামাল ঘটনাস্থলেই মারা যান।