সেতুর ক্রেন ছিঁড়ে শ্রমিক নিহত
পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মাণাধীন চার লেনবিশিষ্ট লেবুখালী সেতুর ক্রেন ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম সোহেল (২২)।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ শ্রমিক।
নিহত সোহেলের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওটা গ্রামে।
আহত শ্রমিকদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবরটি জানিয়েছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস।
ঘটনাস্থলে দায়িত্বরত দুমকী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, শ্রমিকরা সেতুর পাইলের কাজ করছিল। হঠাৎ একটি ক্রেন বিচ্ছিন্ন হলে ১৫ শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান সোহেল।
লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহমদ শরিফ সজীব জানান, শ্রমিকরা কাজ করার সময় ঘটনাটি ঘটে। বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে, কেন দুর্ঘটনাটি ঘটেছে।