ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণ, ৪ যুবকের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ করে টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মীর্জা মোহাম্মদ আয়ুব আলী এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (২০), ইসমাইল হোসেন (৩০), ইউসুফ আলী (২০) ও আরিফ হোসেন (২২)। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মাধবপুর এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন রাতে রাতে সদর উপজেলার একটি বাড়িতে প্রবেশ করে গৃহকর্তার স্ত্রীকে অস্ত্র দেখিয়ে ধর্ষণ করে আলমগীর, ইসমাইল, আরিফ হোসেন ও ইউসুফ আলী। সে সময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। এ ঘটনায় পরের দিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
আর ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক রয়েছেন। দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।