শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম আজমও এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাম আজমসহ এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাম আজমের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগসহ ১৫টি মামলা রয়েছে।
আজ তাঁরা নাশকতার জন্য জমায়েত হচ্ছিলেন বলে দাবি করেন ওসি।