বরগুনায় দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
বরগুনায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরগুনা পৌরসভার ডি কে পি রোডের নয়ন (২২) ও ইমাম (২৫)।
গতকাল রোববার রাত ১১টার দিকে বরগুনা সরকারি কলেজের দক্ষিণ পাশের নয়নের নিজ বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নের বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন, দুটি বড় ছুরি ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়।