আমের প্যাকেটে গুলি, আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আমের প্যাকেট থেকে ৪৫টি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার কালুপুর দক্ষিণপাড়ার রজিত বিল্লাহ ওরফে রাজু ও আবদুল কাউয়ুম।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এস আর পরিবহন নামে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শিবগঞ্জ থেকে আমের ঝুড়িটি ঢাকায় পাঠানো হয়েছিল। আজ শনিবার সকালে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।