শিমুলিয়া-কাওরাকান্দিতে পারাপারের অপেক্ষায় ৪০০ যানবাহন
বৈরী আবহাওয়ায় বড় বড় ঢেউয়ের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথের উভয় পারে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। আজ শনিবার সকাল থেকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আটকে পড়া যানবাহনের মধ্যে অধিকাংশই পণ্যবাহী ট্রাক রয়েছে। আর পারাপারে বিলম্ব হওয়ায় বৃষ্টিতে ট্রাকে থাকা কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
মাওয়া নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নৌপথের শিমুলিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে।
নৌপথে চলাচলরত ফেরিগুলোতে যানবাহন লোড-আনলোড অব্যাহত থাকলেও নতুন নতুন গাড়ি যুক্ত হওয়ায় আটকে পড়া যানবাহনের সংখ্যা অপরিবর্তিতই থাকছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথের উভয় প্রান্তে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
শিমুলিয়া ঘাটে বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, শিমুলিয়া প্রান্তের মতো নৌপথের কাওরাকান্দি ও চরজানাজাত প্রান্তেও কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে রয়েছে।
আবদুল আলিম আরো জানান, এ পথের সবগুলো ফেরি সচল রয়েছে। তবে প্রতিকূল অবস্থার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় রো রো ফেরিসহ বড় ফেরিগুলো যানবাহন পারাপার করছে।