গণতন্ত্রের সংকটের কারণেই নারী নির্যাতন বেড়েছে : ফখরুল
গণতন্ত্রের সংকটের কারণেই দেশে নারী নির্যাতন বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে মহিলা দল। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করে একনায়কতান্ত্রিক স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এ থেকে উত্তরণে নারীসমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের সংকটটি মানুষের গণতান্ত্রিক সংকট। মানুষের অধিকারের সংকট। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের শপথ নিতে হবে যে আমরা গণতন্ত্রকে মুক্ত করব। গণতান্ত্রিক অধিকারকে আমরা রক্ষা করব। নারীদের ওপর যাতে অত্যাচার-নির্যাতন না হয় তার জন্য আমরা সোচ্চার হয়ে আজকে শপথ গ্রহণ করি।’