মাঠ খুঁড়ে মিলল যুবকের লাশ
মেহেরপুরে একটি মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মাঠ খুঁড়ে পুলিশ এই লাশ উদ্ধার করে। কয়েক দিন আগে তাঁকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয় বলে ধারণা পুলিশের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করতে গেলে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যক্তির হাত-পায়ের কিছু অংশ চাষিদের নজরে পড়ে। সদর থানায় জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। উদ্ধারের সময় লাশের পরনে একটি কালো রঙের জিন্স প্যান্ট ও আকাশি রঙের ফুলহাতা চেক শার্ট ছিল। এই যুবকের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। ওসি জানান, ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এলাকার বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ লাশ দেখতে ভিড় করলেও তাঁরা পরিচয় শনাক্ত করতে পারেননি। আজ সন্ধ্যা পর্যন্ত পরিচয় শনাক্ত না হলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে। তবে নিহতের পরিচয় ও হত্যাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ বলেও জানান ওসি আহসান হাবীব।