ভারি বর্ষণে শহররক্ষা বাঁধে ভাঙন
ভারি বর্ষণের ফলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গতকাল শনিবার সকালে এই ভাঙন দেখা দেয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের জয়নুল আবেদীন পার্ক এলাকা। এ ছাড়া খাগডহর, কাচারি ঘাট এলাকাতেও ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে বাঁধ রক্ষা ও ভাঙন রোধে গতকাল থেকেই মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতে নদীতে পানি বেড়ে যেতে পারে। তাই বাঁধের ভাঙন রোধ করা না গেলে এর কাছাকাছি সরকারি ও বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. মুসা।
এসডিই বলেন, আট কিলোমিটার বাঁধের ২৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩৫০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত করতে ১০-১৫ দিন লাগবে। যেসব স্থানে বেশি ভাঙন দেখা দিয়েছে, সেসব স্থানেই মেরামতের কাজ চলছে। বাকি জায়গায় ধীরে ধীরে মেরামত করা হবে।