দুর্ঘটনায় নিহত ট্রাকচালকদের পরিবারকে অনুদান
সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাকচালকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ব্র্যাক।
আজ রোববার দুপুর ১২টায় জেলার আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রের হলরুমে ওই সহায়তা ও সম্মাননা দেওয়া হয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আশুগঞ্জ সুজনের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইদন মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
আশুগঞ্জের ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, গাড়িচালকদের অবশ্যই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে এবং সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, কোনো শ্রমিক সংগঠনের পক্ষে শ্রমিকদের মৃত্যুভাতা ও পঙ্গুভাতা প্রদান করা আশুগঞ্জে প্রথম দেখলাম।
ইউএনও ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান এবং এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউএনও সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন ট্রাকচালকের পরিবারের সদস্যদের মৃত্যুভাতা, দুজনকে পঙ্গুভাতা এবং আহতদের সম্মাননা দিয়েছেন।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত চালকরা নিয়ম মেনে গাড়ি চালাবেন এমন ১২টি বিষয়ে অঙ্গীকার নামায় সই করেন।