ময়মনসিংহে একদফা দাবিতে ইন্টার্ন নার্সদের মিছিল-সমাবেশ
চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করা রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে নিয়োগের দাবিতে মিছিল-সমাবেশ করা হয়েছে। অবিলম্বে নিয়োগের একদফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ নার্সিং কলেজের ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
আজ রোববার সকাল ১০টার দিকে নার্সিং কলেজ থেকে মিছিলটি বের হয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে নার্সিং কলেজের সামনে সমাবেশ করেন আন্দোলনকারী ইন্টার্ন নার্সরা।
সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুল হোসেন, সহসভাপতি কাকলী আক্তার, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফারজানা আকতার তুলি, আশিকুর রহমানসহ অন্যরা।