যশোরে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে আনোয়ার মোল্লা (৫০) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে এ লাশ উদ্ধার করে পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আনোয়ার মোল্লা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। গ্রামবাসী জানায়, পঁচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা গত শনিবার রাতে আনোয়ারের বাড়িতে গিয়ে ভিড় জমায়। এ সময় বাড়ির ঘরগুলো তালাবদ্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে চট দিয়ে মোড়ানো আনোয়ারের লাশ দেখতে পায়।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরুদ্দিন বলেন, 'এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর নাম গোপন রাখা হয়েছে।'
শেখ নাসিরুদ্দিন বলেন, 'ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে, আনোয়ারকে বাড়ির বারান্দায় খুন করে লাশ টেনেহিঁচড়ে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে থাকা খাটের নিচ থেকে পুলিশ গলিত লাশটি উদ্ধার করে।'