দৌলতপুরের ইউএনওর অপসারণের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন পারভীনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়ীরা বাজারের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন।
ব্যবসায়ীরা দাবি করেন, গত রোববার দুপুরে দৌলতপুর বাজারে সরকারি জমির ওপর স্থাপিত চারটি দোকান উচ্ছেদসহ কয়েকটি দোকানে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করে প্রতিবাদ জানান।
এ ব্যাপারে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নৈশ প্রহরী মফিজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০০ জন ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা করেন।
এর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা আজ সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।