মুন্সীগঞ্জে বিপুল কারেন্ট জাল উদ্ধার, কারখানা সিলগালা
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ দুই লাখ ৬৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ছয়টি কারখানাকে সিলগালা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বাগবাড়ী ও শহরের নয়াগাঁও এলাকার অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকতা শাহাজাদা খসরু জানান, র্যাব-১১ (সিপিসি-১), পুলিশ, উপজেলা মৎস্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে আটটি কারখানা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় ছয়টি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
র্যাব-১১ (সিপিসি-১) নারায়ণগঞ্জ কালিবাজার ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শিবলী সাদিক জানান, উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।