বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র হলেন টিটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম মেয়র হলেন আওয়ামী লীগ সমর্থিত খলিলুর রহমান টিটো। আজ সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমেন বিশ্বাস ছন্দ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী খলিলুর রহমান টিটো পেয়েছেন পাঁচ হাজার ২২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন পেয়েছেন চার হাজার ৬০০ ভোট।
বিএনপির সমর্থকরা নির্বাচনে অংশ না নিলেও মেয়র পদে আওয়ামী লীগের ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথমবারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আনন্দের কোনো কমতি ছিল না। তবে সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর পর পরই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় উপজেলা সদরের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা।