আশুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় আজ শনিবার ইব্রাহিম নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ কাভার্ডভ্যান আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
নিহতের মামা গোলাম কিবরিয়া ও হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল ১০টায় খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিল শিশু ইব্রাহিম। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ খবর পেয়ে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে। চালক আশুগঞ্জ ট্রাফিক মোড়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে খাটিহাতা হাইওয়ে থানায় নিয়ে যায়। এদিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।
শিশু ইব্রাহিমের বাবার নাম শফিক মিয়া। তিনি খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকার আকাশ চাতালমিলে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, শিশুটির বাবা মো. শফিক মিয়া বাদী হয়ে খাটিহাতা হাইওয়ে থানায় মামলা করেছেন।