গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার
গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন আজ মঙ্গলবার এনটিভিকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। তাঁরা পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।