স্ত্রী ঢাকায়, যুবককে স্বামীর হাতুড়িপেটা
পরিবারের কাউকে না বলে স্ত্রী ঢাকায় গিয়ে এক পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন। কিন্তু সন্দেহ করা হয় গ্রামের এক যুবক স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছেন। ওই সন্দেহ থেকে সুমন হোসেন (৩০) নামের এক যুবককে হাতুড়িপেটা করেছেন স্বামী আওয়াল হোসেন। গুরুতর জখম অবস্থায় সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমন হোসেন কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার শমসের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাইসাইকেলে করে গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন সুমন। হাজিপাড়ার বন্দে আলীর বাড়ির সামনে পৌঁছালে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় একই গ্রামের আওয়াল হোসেন। কিছু বুঝে ওঠার আগেই মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন আওয়াল। রক্তাক্ত অবস্থায় ফেলে আওয়াল পালিয়ে যান। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল পর্যন্ত চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মাস দুয়েক আগে আওয়ালের স্ত্রী মিনুয়ারা খাতুন বাড়ির লোকজনকে না জানিয়ে ঢাকায় পাড়ি জমান। এ ঘটনায় মিনুয়ারার বাবা আওয়ালের নামে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। নিখোঁজের পর মিনুয়ারা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করছেন বলে আওয়াল খবর পান। এরপর তিনি স্ত্রীকে ঢাকা থেকে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হন। মিনুয়ারার বাবা ও আওয়ালের পরিবারের সদস্যদের মধ্যে সমঝোতা হলে মিনুয়ারা-আওয়ালের সংসার জীবন আবারও শুরু হয়। কিন্তু আওয়াল সন্দেহ করেন একই গ্রামের সুমন তাঁর স্ত্রীকে ভাগিয়ে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে গ্রামে কানাঘুষাও শুরু হয়। এর জের ধরে সুমনকে পেটানো হয়েছে বলে ধারণা করছে গ্রামবাসী।
সুমনের বাবা শমসের আলী বলেন, মিনুয়ারার ঢাকায় যাওয়ার পেছনে সুমনের কোনো হাত ছিল না। শুধু সন্দেহের বশে তাঁকে হত্যার উদ্দেশে হাতুড়ি দিয়ে পিটিয়েছে আওয়াল। তাঁর অবস্থা চরম আশঙ্কাজনক। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, হাতুড়িপেটার ঘটনায় সুমনের বাবা আওয়ালের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ালকে ধরতে আজ বিকেলে কাজিপুর গ্রামে অভিযান চালানো হয়। টের পেয়ে আওয়াল পাশের কুষ্টিয়া উপজেলার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে চলে যান।