রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে আজ সোমবার সকালে মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে।
নিহত উত্তম কুমার দে (৫০) পান ব্যবসা করতেন। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের সুশীল কুমার দের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের বান্দুটিয়া গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী মোশারফ হোসেন (৫০), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে ইসলাম হোসেন (৩৫), মাহিন্দ্রা-চালক রাজবাড়ীর কল্যাণপুর গ্রামের শহীদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং একই এলাকার শাকিল আহমেদ (২২)। হতাহত ব্যক্তিরা সবাই মাহিন্দ্রার আরোহী।
স্থানীয় লোকজন জানান, বাসটি ফরিদপুর থেকে রাজবাড়ী আসছিল। মাহিন্দ্রাটি রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড় যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মাহিন্দ্রাটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে যেতে চাইলে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার সামনে ও পেছনের দিক দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের মধ্যে চালক জাহাঙ্গীরকে গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসলাম হোসেন ও কাজী মোশাররফ হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছেন।