রিভলবার : বিয়েবাড়ি থেকে শ্রীঘরে
বিয়েবাড়িতে খাবার নিয়ে বাগবিতণ্ডা। হঠাৎই বাড়ি থেকে রিভলবার এনে তেড়ে যান এক তরুণ। তবে লোকজন রিভলবার দেখে পিছু হটেনি। উল্টো ওই তরুণকে ধরে গণপিটুনি দিয়েছে। রিভলবারসহ সোপর্দ করেছে পুলিশে। বিয়েবাড়ি থেকে সোজা শ্রীঘরে (থানাহাজত) ঠাঁই হয়েছে ওই তরুণের।
আজ সোমবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। আটক তরুণের নাম সোহেল রানা (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার দুপুরে নয়াডাঙ্গি গ্রামের আবদুল খালেকের বিয়ের বৌভাতের অনুষ্ঠান চলছিল। এ সময় প্রতিবেশী ও নিকট আত্মীয়রা খেতে বসেন। প্রতিবেশী সোহেলও খেতে বসেন। একপর্যায়ে খাওয়া নিয়ে বর খালেকের ভগ্নিপতির সঙ্গে সোহেলের বাগবিতণ্ডা হয়। সোহেল তাঁকে গালিগালাজও করেন। সোহেল ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে রিভলবার নিয়ে আসেন। বিয়েবাড়ির লোকজন তাঁকে রিভলবারসহ ধরে পিটুনি দেয়। খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে রিভলবারসহ সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু মোল্লা জানান, রিভলবারে কোনো গুলি পাওয়া যায়নি। সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।