খুলনায় বিশেষ অভিযানে আটক ২৬
খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
আজ মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, গত সোমবার দিবাগত রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নগরীর আট থানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সোনাডাঙ্গা থানা যুবদলের সহসভাপতি কামাল আহমেদ এবং আলীয়া মাদ্রাসা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাহফুজুল হক রয়েছেন।
এদিকে খুলনায় ছাত্রশিবিরের ঝটিকা মিছিল ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আজ হরতাল পালিত হয়। পুলিশের দাবি, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে গতকাল সোমবার রাত ৯টার দিকে খুলনা জেলা কারাগারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি।