বৃদ্ধকে হত্যা করে মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়ায় পতিত পাবন বণিক (৯০) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শহরের দক্ষিণ পৈরতলা থেকে আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
গতকাল সোমবার দিবাগত রাতে বণিককে হত্যার পর দুর্বৃত্তরা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোনসেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী বাসনা রানী জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাবন বণিক ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর ধস্তাধস্তির শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে বণিকের নিথর দেহ দেখতে পায়। তাঁর হাত-পা বাঁধা এবং মুখ গামছা দিয়ে পেঁচানো ছিল। এই সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোনসেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। লাশ দেখে মনে হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মামলা হয়নি।