সাংবাদিক বালু হত্যার বিচারের দাবিতে গণঅনশন
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ত দ্রুত সম্পন্নের দাবিতে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলে। বালু হত্যার বিচারের দাবিতে সংগঠনটির উদ্যোগে চার দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে এ কর্মসূচি পালিত হয়।
গণঅনশন চলাকালে সংগঠনের আহ্বায়ক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর রায়, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করে।
২০০৪ সালে দৈনিক জন্মভূমি পত্রিকার কার্যালয়ের সামনে চরমপন্থীদের বোমা হামলায় হুমায়ুন কবীর বালু নিহত হন। পরে পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। হত্যা মামলায় তদন্ত শেষে পুলিশ কয়েকজন চরমপন্থীর নামে দুটি অভিযোগপত্র দেয়।
এর মধ্যে হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে রয়েছে।