অস্ত্র ও গুলিসহ ‘সন্ত্রাসী’ আটক
চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ অসীম ওরফে মমিনুল (১৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, তিনি সন্ত্রাসী।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী র্যাব ৫-এর মিডিয়া সেলের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খালেদা বেগম জানান, রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের র্যাব ৫-এর একটি দল গতকাল সোমবার রাতে এ অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রাম থেকে অস্ত্রধারী ‘সন্ত্রাসী’ অসীম ওরফে মমিনুলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা খালেদা বেগম জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিনুল গোমস্তাপুরে অভিযান চালানোর সময় র্যাবের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই হামলার ঘটনায় আরো ৮-১০ জন জড়িত ছিল বলে জানিয়েছেন। বর্তমানে তাঁদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।