অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে ফেনীতে প্রতিবাদ সভা
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ফেনীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
বেলা ১১টায় ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও সামাজিক- সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
এর আগে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে ও এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদের পরিচালনায় প্রতিবাদ সভা হয়। সভায় ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা বলেন, আলহাজ্ব মোসাদ্দেক আলী দীর্ঘ দিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন না। উদ্দেশ্যমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করেছে সরকার। অতীতেও যাঁরা গণমাধ্যম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন তাঁদের ফল ভালো হয়নি।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাসস প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, মোহনা টেলিভিশনের প্রতিনিধি দিদারুল আলম, চ্যানেল নাইনের প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলা নিউজ টুয়েন্টিফোরডটকমের প্রতিনিধি সোলেমান হাজারী ডালিম, সাপ্তাহিক নির্ভীকের নির্বাহী সম্পাদক মো. ইউসুফ আলী, সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক আরিফুল আলম রিজভী, বার্তা২৪ প্রতিনিধি এম এ জাফর, পোয়েট সোসাইটির সভাপতি মাহবুব আলতামাস, সাংস্কৃতিক সংগঠক রাসেল চৌধুরী, সাপ্তাহিক আলোকিত ফেনীর স্টাফ রিপোর্টার আলী হায়দার মানিকসহ স্থানীয় সাংবাদিকরা।