যশোরে ৫০০ গ্রাহককে বিদ্যুৎ
বিদ্যুতের আলোয় আলোকিত হলো যশোরের শার্শা উপজেলার কয়েকটি গ্রাম। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উপজেলার নাভারন, কায়বা, কায়বা ধানতাড়া, পাঁচ কায়বা গ্রামের ৫০০ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন বলেন, আজ এখানে কায়বার ২২৮টি, নাভারনের ১৭০টি, কায়বা ধানতাড়া গ্রামের ৫০টি, পাঁচ কায়বার ৫৩টিসহ মোট ৫০০ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। বর্তমান সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চালের ২১ জেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে। ২০১৮ সালের মধ্যে সব ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শার্শা) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগআচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল, আব্দুর রশিদ প্রমুখ।
এ ছাড়া এ দিন দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কায়বায় সাইক্লোন শেল্টার, ৫৬ লাখ টাকা ব্যয়ে পাঁচ কায়বা সরকারি প্রাইমারি স্কুলের নবনির্মিত ভবন, নাভারন রেলস্টেশন সড়কসহ প্রায় দেড় কোটি ব্যয়ে কায়বা ইউনিয়নের আরো তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়।