ভুয়া সচিবের দুই বছর জেল
বিলাসবহুল প্রাডো গাড়ি নিয়ে ওঠেন যশোর সার্কিট হাউজে। পরিচয় দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। শেষমেশ তাঁর প্রতারণা ধরা পড়ে। তাঁর কাছ থেকে এক লাখ ২৮ হাজার টাকা, জমির কিছু দলিল ও স্ট্যাম্প এবং একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে।
ওই ভুয়া সচিব ও তাঁর গাড়ির চালককে আজ মঙ্গলবার সন্ধ্যায় দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজা পাওয়া দুই ব্যক্তি হলেন টাঙ্গাইল সদর উপজেলার নাবালিয়া গ্রামের মেহেদি হাসান (৫০) ও তাঁর গাড়িচালক ঢাকার আবদুর রশিদ রানা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, আজ মঙ্গলবার ভোরে সচিব পরিচয় দিয়ে মেহেদি হাসান ও তাঁর গাড়িচালক যশোর সার্কিট হাউসে ওঠেন। কিন্তু তাঁদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হলে সার্কিট হাউস কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানান। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুর ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
কোতোয়ালি থানায় গিয়ে মেহেদি হাসানের সঙ্গে কথা বললে তিনি একেক সময় একেক কথা বলেন। মেহেদি হাসান দাবি করেন, তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। এর আগেও তিনি সচিব পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউসে উঠেছিলেন। জমি সংক্রান্ত এক ঝামেলা নিরসন করতে এবার সচিব পরিচয় দিয়ে সার্কিট হাউসে ওঠেন।
আজ মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এএসআই আমিনুর জানান, সন্ধ্যার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার দায়ে মেহেদি হাসান ও তাঁর গাড়ির চালককে দুই বছর করে বিনাশ্রম সাজা দিয়েছেন।