মেহেরপুরে নছিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে শ্যালোইঞ্জিন-চালিত যান নছিমনের ধাক্কায় সাহেদ হোসেন (৮) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদ হোসেন ওই গ্রামের কৃষক আনারুল ইসলামের ছেলে। সে স্থানীয় আয়েশানগর দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে একটি বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে পাশের সড়কে পৌঁছায় সাহেদ। এ সময় দ্রুতগতির একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত পায় সাহেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাক্কায় দিয়েই নছিমন নিয়ে পালিয়ে যান এর চালক।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিহতের পরিবার থেকে দাবি জানানো হচ্ছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফন করা হবে। লাশ বর্তমান নিজ বাড়িতে রয়েছে। নছিমনের চালককে আটকের চেষ্টা চলছে।