মুন্সীগঞ্জে দুই গ্রামে বিদ্যুৎ
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের দুটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের শিলই ও সরদারকান্দির ১৭৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।
শিলই ইউনিয়নে নতুন সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান আনিছ, পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. মাহাবুব রহমান, উপমহাব্যবস্থাপক মো. আকমল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. নাইমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ছয়টি ট্রান্সফরমারের মাধ্যমে এক দশমিক ৫৬ কিলোমিটার লাইনে নতুন এ সংযোগ দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় হয়েছে ১৮ লাখ টাকা। এ ছাড়া চলতি বছরে সদর উপজেলায় ১৩ হাজার ৫৮১ জন গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলায় প্রায় ৪০ হাজার গ্রাহককে সংযোগ দেওয়া হয়।