স্কুলছাত্র হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
কলমাকান্দা উপজেলায় স্কুলছাত্র প্রীতিষ কুমার চক্রবর্তীকে (১৩) হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন নেত্রকোনার একটি আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন উপজেলার মাগরগাতী গ্রামের মলয় দত্ত, সুনীতি রানী দত্ত ও জুয়েল ভৌমিক। এর মধ্যে সুনীতি রানী পলাতক আছেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজম খান সাংবাদিকদের জানান, উপজেলার বড়ইউন্দ গ্রামের জ্যোতিষ চক্রবর্তীর ছেলে প্রীতিষ তার মামার বাড়ি একই উপজেলার মাগরগাতী গ্রামে থেকে পড়ালেখা করত।
তুচ্ছ ঘটনা নিয়ে সহপাঠীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে ১৯৯৮ সালের ১১ আগস্ট প্রীতিষকে পিটিয়ে হত্যার পর গরু রাখার ঘরে ধর্নায় ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহেদ মিয়া বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ একই বছর ১৩ ডিসেম্বর আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দেয়।
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন মনোরঞ্জন সরকার।