গাইবান্ধায় পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার কনস্টেবল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুস ছাত্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রামজীবন ইউনিয়নের রামভদ্রা গ্রামের নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাত্তার ওই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক এনটিভিকে বলেন, চার পুলিশ হত্যা মামলার পর থেকেই ছাত্তার পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দুর্বৃত্তরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। পুলিশ অভিযোগ করে, দুর্বৃত্তরা জামায়াত ও শিবিরকর্মী। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে দুর্বৃত্তরা ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।