সাভারে ভারতীয় শাড়ি, ওষুধসহ দুজন আটক
সাভারে আজ মঙ্গলবার সকালে আমদানি নিষিদ্ধ বিপুল ওষুধ, ভারতীয় শাড়ি, থান কাপড় বোঝাই একটি কার্ভাড ভ্যানসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দুপুরে র্যাব-৪ সাভার ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আটক ব্যক্তিদের গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করে র্যাব জানায়, আমদানি নিষিদ্ধ আড়াই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, শাড়ি, থান কাপড় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে আনা হয়েছে। পরে সেগুলো একটি কাভার্ডভ্যানে করে যশোরের বারবাজার নামক স্থান থেকে রাজধানীর চকবাজারে নেওয়ার পথে চালানটি আটক করা হয়। আটক দুজন হচ্ছেন কাভার্ডভ্যানের চালক তারেক হোসেন মিন্টু ও হাবিবুর রহমান।
র্যাব-৪ অধিনায়ক সাহাবুদ্দিন আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানান তিনি।