৩০ নয়, সর্বনিম্ন বেতন ১৭ হাজার
সৌদি আরবে গৃহকর্মীসহ ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশি গৃহকর্মীরা ৮০০ রিয়াল বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৮০০ টাকা। যদিও গতকাল সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, সৌদি আরবে যেসবকর্মী যাবেন, তাঁদের বেতন ৩০ হাজার টাকার কম হবে না।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ আল-ফাহাদ ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে প্রায় সাত বছর বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত হলো সৌদি শ্রমবাজার। তবে গৃহকর্মী ছাড়া গৃহস্থালির অন্য ১১ ক্যাটাগরির শ্রমিকদের ব্যাপারে এখনো কোনো বেতন নির্ধারণ করা হয়নি।
সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার সাংবাদিকদের জানান, ১১ ক্যাটাগরির শ্রমিকদের বেতন তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত হবে। গৃহকমীদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সেবা নিয়োগকর্তা বহন করবেন।
ড. আহমেদ আল-ফাহাদ এ ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, কোনো ধরনের তৃতীয়পক্ষ ছাড়াই বাংলাদেশের গৃহকর্মীরা সৌদি আরবে নিয়োগ পাবেন। গৃহকমীদের বেতন নিয়ে এক প্রশ্রের জবাবে তিনি বলেন, এটা ন্যূনতম মজুরি। সর্বোচ্চ মজুরির কোনো শেষ নেই। আমাদের বিশ্বাস, কর্মীদের যোগ্যতা ও দক্ষতার ওপর তাদের মজুরি নির্ভর করবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, চুক্তি অনুযায়ী গৃহকর্মীদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নজরদারিতে রাখবে।