নাশকতার প্রতিবাদে পাবিপ্রবিতে প্রতীকী অনশন
দেশব্যাপী সন্ত্রাস-নাশকতা বন্ধ এবং শান্তি কামনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে ঘণ্টাব্যাপী এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।
পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়সহ প্রতীকী অনশনে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।