বান্দরবানে এক নারীর লাশ উদ্ধার
বান্দরবানে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার লাঙ্গীপাড়ার একটি বাড়ি থেকে এসানু ম্যা মারমা (৩৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এসানুর স্বামী কিংসা পুরু মারমা পলাতক। প্রায় ১০-১২ দিন আগে তাঁরা লাঙ্গীপাড়ার ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন।
প্রতিবেশীরা জানান, দু-তিনদিন আগে এসানু ম্যা মারমা ও তাঁর স্বামী কিংসা পুরু মারমার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর থেকে কিংসাকে তাঁরা দেখতে পাননি। বাইরে থেকে দরজা বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাঁরা পুলিশে খবর দেন।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, খবর পেয়ে আজ সকাল ৯টার দিকে পুলিশ এসানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।
ওসি আরো জানান, লাশটি ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, দু-তিনদিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।