বরগুনায় নদী ও খাল দখলমুক্ত করতে মানববন্ধন
বরগুনার খাকদন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বরগুনার সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।
সিটিজেন জার্নালিস্ট টিম বরগুনার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, বরগুনার পরিবেশ আন্দোলন কমিটি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের বরগুনা শাখা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীসহ বরগুনার নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তারা বরগুনার খাকদন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে খালের নাব্যতা ফেরানোর দাবি জানান। পাশাপাশি পানি প্রবাহের সচলতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, সমাজকর্মী শুখরঞ্জন শীল, সাংবাদিক মনির হোসেন কমাল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, মহিলা সংগঠনের সভানেত্রী মাহফুজা বেগম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু ও বরগুনা পৌরসবার কাউন্সিলর মো. রইসুল আলম রিপন প্রমুখ।