বাকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদে কর্মশালা
‘সেলফ অ্যাসেসমেন্ট অব বিএসসি ফিশারিজ অনার্স ডিগ্রি প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা হয়ে গেল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে বিএসসি ফিশারিজ অনার্স ডিগ্রি প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আলী আকবর বলেন, ‘নতুন প্রজন্মের স্বার্থে আমাদের পর্যায়ক্রমে কোর্স কারিকুলাম আধুনিকায়নে কর্মশালায় গৃহীত সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আজকের কর্মশালা অনুষদীয় কোর্স কারিকুলাম যুগোপযোগী করণে এবং শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ড. এম আবুল কাসেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক।
পরে টেকনিক্যাল সেশনে বিএসসি ফিশারিজ (অনার্স) কোর্স কারিকুলাম আপডেটিং ও আধুনিকায়নের ওপর বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অনুষদের শিক্ষকরা।