ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়ী সালাউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে কয়েকশ নারী-পুরুষ জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
কান্দিপাড়া ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে নিহত ব্যবসায়ীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত ৯ জুন শহরের কান্দিপাড়া এলাকায় সালাউদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সদস্য কাচন মিয়াকে প্রধান আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।