মাদারীপুরে নছিমন উল্টে ব্যবসায়ী নিহত
মাদারীপুরের কালকিনিতে শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমন উল্টে চান মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চান মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তিনি ধানের চারাসহ কৃষিজাতপণ্য বেচাকেনা করতেন।
কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, উপজেলার কোটালীপাড়ার পিড়ারবাড়ী হাট থেকে ধানের চারা কিনে নছিমনে করে বাড়ি ফিরছিলেন চান মিয়া। পথে ভুরঘাটা শশীকর সড়কের কাছে এলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।