চাঁদপুরে গৃহবধূ হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ তানিয়া হত্যা মামমলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহম্মদ এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- মামুন (৪০), কামাল হোসেন (৪২), জয়নাল হাজারী (৪৮), মিজান হোসেন (৩৭) ও খোরশেদা আক্তার (৪০)। এদের মধ্যে খোরশেদা আক্তার পলাতক। তাদের প্রত্যেকের বাড়ির কচুয়া পৌরসভার কোয়া এলাকার ইদ্রিস আলম কমিশনারের বাড়ি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০২ সালে কচুয়া পৌরসভার কোয়া এলাকার আনোয়ার হোসেনে সঙ্গে হাজীগঞ্জ তারাপল্লার তানিয়া আক্তারের পরিবারিকভাবে বিয়ে হয়। আনোয়ার হোসেন সৌদি প্রবাসী। তাই দুই-এক বছরের ব্যবধানে তিনি দেশে আসা-যাওয়া করতেন। এর মধ্যে আনোয়ারের ভাতিজা রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তানিয়া। ২০ এপ্রিল ২০১১ সালে তানিয়া ও রাসেল পালিয়ে সিলেট চলে যান। সেখান থেকে অনেক খোঁজাখুঁজির পর ২৩ এপ্রিল তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ২৭ এপ্রিল ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়ার লাশ উদ্ধার করা হয়।
তানিয়াকে মারধর করে হত্যা করা হয়ছে বলে দাবি করে বাবা আবুল হোসেন মামলা করেন।
সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন মো. আমান উল্লাহ ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন।