গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দেখলেন ভারতীয় সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
আজ শনিবার বেলা ১১টায় ভারতীয় সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টারটি কাটাখালী হেলিপ্যাডে অবতরণ করে।
এ সময় বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর স্ত্রীসহ চার সফরসঙ্গী ছিলেন। জেনারেল বিপিনের সফর উপলক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রংপুর-বগুড়া মহাসড়কের স্মৃতিসৌধসংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলেন।
ভারতীয় সেনাপ্রধান ৩৫ মিনিট স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
১৯৭১ সালে কাটাখালী সেতুসংলগ্ন এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে শহীদ হন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনাপ্রধান গোবিন্দগঞ্জ আসেন। সেখান থেকে তিনি বগুড়া ক্যান্টনমেন্টে রওনা হন।
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিনদিনের সফরে গতকাল শুক্রবার ঢাকায় আসেন।
গত ১ জানুয়ারি সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভের পর এটি বিপিন রাওয়াতের প্রথম বিদেশ সফর। এরপর তিনি নেপাল সফর করবেন।