লঞ্চ থেকে নামার সময় গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার
ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ থেকে নামার সময় ছয় কেজি গাঁজাসহ এক বাবা ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে বরগুনার পাথরঘাটা থানার পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে বরগুনার কাকচিড়া লঞ্চঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুমিল্লার লাকসাম উপজেলার আবদুস সোবহান (৬০) ও তাঁর মেয়ে নারগিস (৩৫)
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ থেকে নামার সময় ওই দুই যাত্রীকে তল্লাশি করলে, তাঁদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
এসআই আরো জানান, গ্রেপ্তার হওয়া নারগিসের স্বামীর বাড়ি পাথারঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে। নারগিস ও তাঁর স্বামী কবীর পাথরঘাটায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। কুমিল্লা থেকে কবীরের শ্বশুর আবদুস সোবহান গাঁজার চালান এনে দিতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।